কিশোরগগঞ্জ জেলা প্রতিনিধি: গত ৮ আগস্ট ২৫ ইং রোজঃ শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের মিঠামঈন উপজেলার ঘাগড়া ইউনিয়নের বিএনপির সভাপতি নাজমুল ভূঁইয়ার নেতৃত্বে তথাকথিত আইন শৃঙ্খলা কমিটি তৈরি করার নামে এলাকায় আওয়ামীলীগ নেতাদের পুনর্বাসনের চেষ্টা করতে দেখে গিয়েছে বলে অভিযোগ এলাকাবাসির।
তথ্যসূত্রে জানা-যায় যে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তরিক মুমিনীর সঙ্গে ব্যাক্তিগত আক্রশের জেরে এলাকায় আওয়ামীলীগ পূনর্বাসনে কাজ করছে ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ভূঁইয়া।
ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মিঠামঈন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বৈষম্য বিরুদী আন্দোলনের মামলায় দন্ডিত আসামি এবং ফ্যাসিস্ট হাসিনার আমলে নির্বাচিত অত্র এলাকার চেয়ারম্যান ও সাবেক ডি আই জি হারুনুর-রশীদের চাচা মুখলেচুর রহমান ভূঁইয়া এবং বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি পদপ্রাথী সাইফুল ইসলাম ভূঁইয়া ওরফে সাইফুল মোল্লা, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও বৈষম্য বিরুদী আন্দোলনের মামলার আসামি দ্বীন ইসলাম ও একই মামলার আসামি তার পিতা আখতার সহ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ বিএনপির ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ ।
সভাপতির বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি এলাকায় মাদক ও চাদাঁবাজদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের লোকদের প্রকাশ্য উপস্থিততে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানা-যায় এবং লোকজন ভিবিন্ন প্রতিক্রিয়া ব্যক্তকরেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭