ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

এবার চা দোকানে বাকি না দেওয়ায় অণ্ডকোষে গুলি!


আগস্ট ১৩, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চা দোকানে বাকিতে পণ্য না দেয়ায় গুলি করে নারীসহ দু’জনকে আহত করেছে এক যুবক। বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধরা হলেন- দক্ষিণ চকদাড়িয়া গ্রামের চা দোকানি সিদ্দিক মিয়ার ছেলে ওয়াসিম মিয়া (৪৫) এবং স্থানীয় মজিদ মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (৩৫)। তারা বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্ত গোলাপ মিয়া (৩০) একই গ্রামের মৃত তয়েজ প্রামানিকের ছেলে। স্থানীয়রা জানায়, তিনি সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য খোকন মিয়া জানান, গোলাপ মিয়া সিদ্দিক মিয়ার দোকানে এসে বাকিতে পণ্য চান। দোকানি অপারগতা জানালে তিনি হঠাৎ পিস্তল বের করে একাধিক গুলি ছোড়েন। এতে ওয়াসিম মিয়ার অণ্ডকোষে ও মর্জিনা বেগমের পায়ে গুলি লাগে।

স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন খন্দকার বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অস্ত্রের উৎস শনাক্তসহ অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।