ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

এবার এক হচ্ছে তুরস্ক-পাকিস্তান!


আগস্ট ১০, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   তুরস্কের সঙ্গে ক্রমেই ঘনিষ্ঠতা বাড়ছে পাকিস্তানের। সম্প্রতি পাকিস্তান-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বৃদ্ধি সংক্রান্ত কমিটির একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর রোববার (১০ আগস্ট) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ফোন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে। টেলিফোনে দীর্ঘক্ষণ আলাপ হয় দুই পররাষ্ট্রমন্ত্রীর, যেখানে তারা পাকিস্তান-তুরস্ক দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতি অনুসারে, উভয় পক্ষই গাজার মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গাজায় দখলের জন্য ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন ইসহাক দার। ইসরায়েলের এ পরিকল্পনাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন বলে অভিহিত করেছেন তিনি। একইসঙ্গে গাজায় নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার জরুরি প্রয়োজনীয়তা এবং ইসরায়েলি দায়মুক্তির অবসানের উপর জোর দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, পাকিস্তান-তুরস্ক অংশীদারিত্বের অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে সময়োপযোগী পদক্ষেপ এবং সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে ইতিমধ্যেই সম্মত প্রস্তাব এবং উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানান ইসহাক দার।সম্প্রতি, পাকিস্তান-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বৃদ্ধি সংক্রান্ত কমিটির একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সভায় অর্থনীতি, বাণিজ্য, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, প্রতিরক্ষা, অবকাঠামো এবং সংযোগ সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয় কমিটিকে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।