ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

এনসিপিকে আসন দিয়ে কেনা যাবে না: হাসনাত আবদুল্লাহ


আগস্ট ১৬, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, এনসিপিকে আসন দিয়ে কেনা যাবে না। আসন বণ্টনের সমঝোতার নির্বাচন আর রাতের ভোটের নির্বাচন একই, আমরা সে ধরনের নির্বাচন চাই না।শনিবার (১৬ আগস্ট) জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ধানমন্ডি ছেড়ে গুলশানে লাইন দিচ্ছেন সরকারি কর্মকর্তারা।’তিনি বলেন, ‘জনগণ নির্বাচনে খেলোয়াড়ের ভূমিকা পালন করবে আর আম্পায়ারের ভূমিকা পালন করবে প্রশাসন। এ ধরনের গেম চেঞ্জের কথাই বলছে এনসিপি।’মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণঅভ্যুত্থানের প্রথম সারির নেতাদের চরিত্র হরণের কাজ করছে বলেও এ সময় অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মিডিয়া দিয়ে চরিত্র হনন করেও কেনা যাবে না।’এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দেশের কোনো ব্যবসায়ী বা রাজনীতিবিদ হাসনাত আবদুল্লাহ বা তার নেতাদের ১ টাকার দুর্নীতি দেখাতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেব।’এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, ‘নির্বাচন যখনই হোক তাতে অসুবিধা নেই। তবে অবশ্যই গণপরিষদ নির্বাচন রুলস অব গেমস চেঞ্জের নির্বাচন হতে হবে।’

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।