ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকসভা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


আগস্ট ২, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

থানা প্রতিনিধি:   উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকসভা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় আশুলিয়ায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সন্ধ্যায় মাগরিব বাদ বাংলাদেশ জাতীয়বাদী তাঁতী দলের আশুলিয়া থানার সহ-সভাপতি মো.বকুল আহমেদ ভূইয়ার নিজ উদ্যোগে ইয়াপুর ইউনিয়নের জামগড়া এলাকায় তার নিজ কার্যালয়ের সামনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গকারী শিক্ষিকা মাহরীন চৌধুরীসহ নিহতদের রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।এসময় শোক সভায় উপস্থিত ছিলেন,ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইসমাইল হোসেন মোল্লা,আশুলিয়া থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি শরীফ চৌধুরী,আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হোসেন ভূঁইয়াসহ স্থানীয় মুসল্লীগণ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।