আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ৪ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জালাল উদ্দিন। এর আগে, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আশুলিয়ার কুরগাঁও এলাকার আব্দুস সালামের ছেলে স্বাধীন হাসান (২৫), মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ধল্লা উত্তরপাড়া এলাকার মৃত আব্বাস খানের ছেলে রুবেল খান (২৬), গাজীপুর জেলার কাশিমপুর থানার লতিফপুর পশ্চিমপাড়া মোহাম্মাদিয়া নগর এলাকার শুকুর আলীর ছেলে শহিদুল ইসলাম (২৫) ও একই এলাকার মো. হাফিজ উদ্দিনের ছেলে সৌরভ হোসেন (২০)।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার নবীনগর মোড় এলাকায় একটি ছিনতাই চক্র অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ছিনতাই চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত।এবিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো.জালাল উদ্দিন বলেন, আটক ছিনতাই চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭