

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে দৈনিক রুপালি বাংলাদেশ পত্রিকার সাংবাদিক বাহারুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় সাংবাদিক আহত হলেও থানায় মামলা নিতে অস্বীকৃতি জানিয়েছে সদর থানার ওসি। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক মহল।
সাংবাদিক বাহারুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় নিজ বাসা থেকে ঝিনাইদহ শহরের উদ্দেশ্যে মোটরসাইকেল করে রওনা করি। পথিমধ্যে গোয়ালপাড়া বাজারের কাঁচামাল বিক্রির আড়তের সামনে এসে পৌঁছালে। স্থানীয় বিএনপি নেতা খেলাফতের ভাগ্নে রবিউল মোটরসাইকেল গতিরোধ করে। সে সময় চারিপাশ থেকে আরো ১০ থেকে ১৫ জন ব্যক্তি এসে ঘিরে ধরে। তখন রবিউল আমার জামার কলার ধরে টান দিলে আমি গাড়ি থেকে রাস্তার উপর পড়ে যায়। সে সময় তারা সবাই আমাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে বেধড়ক মারপিট করতে থাকে। পরে স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যায়। সে সসময় স্থানীয়রা উদ্ধার করে আমাকে সদর হাসপাতালে নিয়ে যায়।
এদিকে আহত সাংবাদিক ওই রাতেই অভিযোগ নিয়ে থানায় গেলে ওসি প্রথমে কালক্ষেপণ করেন, পরে সরাসরি মামলা নিতে অস্বীকৃতি জানান। এবং এক অফিসার কে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি নেওয়ার নির্দেশ দেন।এ ঘটনায় ঝিনাইদহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং দোষী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭