

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৮ জুলাই) সকালে মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ফৌজিয়া খান।
মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সিদ্দিক উল্লাহ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম এবং মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি আনিসুজ্জামান বাবুল।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা চর্চার উপর গুরুত্বারোপ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭