ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

হবিগঞ্জে নারী নির্যাতনের মামলার জেরে তরুণী অপহরণের অভিযোগে ৫ নারী কারাগারে


জুলাই ১৭, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:    ‎হবিগঞ্জে নারী নির্যাতনের মামলার জেরে এক তরুণীকে বাস থেকে নামিয়ে মারধর ও অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ নারী আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে’র আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
‎‎কারাগারে পাঠানো পাঁচ নারী হলেন- রিনা আক্তার, তার মেয়ে মিনা আক্তার, পান্না আক্তার, সাহেদা আক্তার ও লুবনা আক্তার।‎মামলার বাদী ছালেক মিয়া জানান, তার বোন নাছিমা আক্তার সম্প্রতি স্বামী কাউছার মিয়ার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন। মামলার পর ৭ জুলাই হবিগঞ্জ শহরের বাসস্ট্যান্ড থেকে মাধবপুর যাওয়ার পথে পাইকপাড়া এলাকায় যাত্রীবেশে ওই পাঁচ নারী বাসে উঠে নাছিমাকে মারধর করে এবং জোরপূর্বক বাস থেকে নামিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ সময় এক পথচারী পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
‎‎নাছিমার পরিবারের অভিযোগ, স্বামী কাউছার মিয়া দীর্ঘদিন ধরে পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং যৌতুকের জন্য নাছিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন কাউছার। এরপর নাছিমা আদালতে নারী নির্যাতনের মামলা দায়ের করলে প্রতিশোধ হিসেবে এই অপহরণের ঘটনা ঘটে।
‎‎এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর ভাই ছালেক মিয়া ১১ জনকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ এরইমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। এখনও পলাতক রয়েছেন মামলার তিন আসামি। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।