সুন্দরগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে অর্ধগলিত হাতের কবজি ও পায়ের গোড়ালি বিচ্ছিন্ন অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামে তিস্তা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।শুক্রবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল হাকিম আজাদ।
তিনি বলেন, স্থানীয়রা নদীর ধারে একটি মরাদেহ দেখে থানায় সংবাদ দেন। আমরা সংবাদ পেয়ে ঘটনা স্থানে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করি। উদ্ধার হওয়া নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশটির হাতের কবজি ও পায়ের গোড়ালি নেই। গায়ে রংচটা হাফ শার্ট এবং পরনে ছিল কালো রঙের ফুল প্যান্ট। বয়স হবে আনুমানিক ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।ওসি আরও বলেন, সম্ভবত অন্য কোনো এলাকা থেকে লাশটি ভেসে এসেছে। সুরতহাল করে লাশ মর্গে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭