ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

সখীপুরে গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা


জুলাই ১১, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

রফিকুল ইসলাম (টাঙ্গাইল) প্রতিনিধি:   টাঙ্গাইলের সখীপুরে পারবারিক কলহে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে দিলরুবা আক্তার জুই (৩০) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার নলুয়া ইউরেকা শিক্ষা পরিবার সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত জুই ওই এলাকার প্রবাসী আশরাফুল ইসলামের স্ত্রী। তাদের সংসারে ১০ বছরের আদিব হাসান নামের এক পুত্র সন্তানও রয়েছে।ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মুহাম্মদ মনির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে সখীপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠিয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।এ ব্যাপারে সখীপুর থানার উপপরিদর্শক মোঃ মোশারফ হোসেন বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।