ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫

শ্রীনগরে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব পালিত


জুলাই ৫, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:   মুন্সিগঞ্জের শ্রীনগরে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে। শনিবার (৫জুলাই) বিকেলে শ্রীনগরের দেউলভোগ শ্রী শ্রী সার্বজনীন রক্ষাকালী মায়ের মন্দির থেকে শত শত নারী-পুরুষ ও শিশু ভক্তবৃন্দরা বিশাল উল্টো রথ যাত্রা বের করে। পরে রথ যাত্রা টি শ্রীনগরের কেন্দ্রীয় শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে এসে সমাপ্ত হয়। এই উল্টো রথ যাত্রার মধ্য দিয়ে ৯ দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রার সমাপ্তি ঘটে।

শ্রীনগর কেন্দ্রীয় শ্রীশ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর পালের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জেলা পুজা উদযাপন কমিটির আহবায়ক স্বপন মোদক।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুমন দাস এর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক টিটু চৌধুরী, মন্দির কমিটির সহ সভাপতি দিলিপ দাস,শংকর দাস,যুগ্ম সাধারণ সম্পাদক অমিত পোদ্দার, সুজন দেবনাথ, কোষাধ্যক্ষ সুমন পোদ্দার, সহ কোষাধ্যক্ষ দিপক পাল ,সদস্য বিকাশ দাস,রতন দাস সহ জগন্নাথ দেব মন্দির পরিচালনা কমিটির সকল সদস্য ও ভক্তবৃন্দ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।