হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত সফল অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকা থেকে অপহৃত ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। একই অভিযানে গ্রেফতার করা হয়েছে অপহরণ মামলার মূল আসামি মোঃ সাহিল মিয়াকে (২২)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, ২৪ জুলাই রাত ১২টা থেকে ২৫ জুলাই ভোর ৬টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ থানার একটি বিশেষ আভিযানিক দল বন্দর থানা পুলিশের সহায়তায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে ভিকটিম প্রমি চৌধুরী (১২) কে নিরাপদে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত সাহিল মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম লেঞ্জাপাড়া এলাকার শিমুল মিয়ার ছেলে।
এ ঘটনায় ভিকটিমের পরিবার শায়েস্তাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি লিখিত অভিযোগ দায়ের করলে, পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং মামলার প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
শিশুটি উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা শায়েস্তাগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্বপূর্ণ পদক্ষেপের প্রশংসা করে জানান, এ ধরনের কার্যকর তৎপরতা ভবিষ্যতে অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।