লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষ উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ১৫ দিনের কর্মসূচি গ্রহণ করেছেন।বুধবার (৯ জুলাই) দুপুরে ছাত্র-জনতর গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনে জেলা পর্যায়ের বাস্তবায়ন কমিটিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর প্রশাসক জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া ও সেক্রেটারী এআর হাফিজ উল্যাহ ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু প্রমুখ।
জেলা প্রশাসক জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর হয়েছে। এতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ১৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭