

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। পরীক্ষার রেজাল্ট পেয়ে শিক্ষার্থীরা যেন হাল ছেড়ে না দেয় সেই উদ্দেশ্যেই ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্ট দিয়েছেন। যেখানে এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্টকে একটি কাগজের সঙ্গে তুলনা করেছেন।জোভান পোস্টে লিখেছেন, রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা।
এসএসসি ফল ইতোমধ্যে প্রকাশ হয়েছে। কমেন্ট বক্সে নেটিজেনরা এ অভিনেতার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।সনিয়া আক্তার নামে এক নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, সহমত খুবই সুন্দর কথা বলছেন।সিয়ামুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, এই কাগজের টুকরোর উপর অনেক কিছু নির্ভরশীল।আবু বকর সিদ্দিক নামে আরেকজনের বক্তব্য, এগুলো প্রতিবেশীরা বুঝে না।
উল্লেখ্য, ২০১১ সালে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যায় ফারহান আহমেদ জোভানকে। আতিক জামানের ‘ইউনিভার্সিটি’ ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার পর্দায় দেখা যায় তাকে। তারপর ধারাবাহিকভাবে নাটকে অভিনয় করে গেছেন। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭