ফজলে হাসান (রাবি) প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট বিভাগ আজ (১১জুলাই) শুক্রবার বিশ্ব জনসংখ্যা দিবস পালন করে। এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘একটি ন্যায্য এবং আশাবাদী পৃথিবীতে তাদের পছন্দের পরিবার তৈরি করতে তরুণদের ক্ষমতায়ন করা’।
বিশ্ব জনসংখ্যা দিবসের শোভাযাত্রা উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।দিবসটি উপলক্ষ্যে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা শোভাযাত্রা করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব প্রশাসন ভবন-১ এর সামনের চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতেখারুল আলম মাসউদ, বিভাগের শিক্ষকবৃন্দ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন। পরে শোভাযাত্রাটি নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে যায় ও সেখান থেকে শোভাযাত্রাসহ নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।