ভোরের খবর ডেস্ক: র্যাংকিংয়ে এগিয়ে, নিজেদের মাঠ! সবমিলিয়ে মিয়ানমার সব দিকেই এগিয়ে। তবে এসবকে পাত্তা দেয়নি বাংলাদেশের মেয়েরা। মাঠের খেলায় তহুরা-ঋতুপর্নারা দুর্দান্ত দাপট দেখিয়ে তুলে নিয়েছেন ঐতিহাসিক জয়। এখন শেষ ম্যাচে ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। এতে প্রথম বারের মতো নারী এশিয়া কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশের মেয়েরা।
ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে আজ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। দুটি গোলই করেছেন ঋতুপর্না চাকমা।
১৭তম মিনিটে ড্রিবল করে ডি বক্সে ঢোকার পথে ফাউলের শিকার হন শামসুন্নাহার জুনিয়র। তাতে ফ্রি-কিক পায় বাংলাদেশ। ফ্রি কিক শট মানব দেওয়ালে লেগে ফিরে এলে ফিরতি শটে লক্ষ্যভেদ করেন ঋতু। এরপর ৭১তম মিনিটে বা প্রান্তে থেকে দুরপাল্লার শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭