স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ১০৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।মাধবপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন, এসআই (নিরস্ত্র) মোঃ শাহানুর ইসলাম ও এসআই (নিরস্ত্র) মোঃ সাইদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকায় সাবেক পল্লী বিদ্যুৎ অফিসের পরিত্যক্ত একটি গ্যারেজে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গ্যারেজের ভিতর থেকে ১০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।মাধবপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত গাঁজার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।মাদক নির্মূলে পুলিশের এ ধরনের তৎপরতা এলাকায় সাধুবাদ পেয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।