আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয় ও পাঁচগাও পশ্চিমপাড়া দারুসসালাম জামে মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির দেওয়ান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু রতন চন্দ্র বিশ্বাস, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আওলাদ খন্দকার, সিনিয়র শিক্ষক সুকুমার মন্ডল, তুলসী রঞ্জন সরকার, নাছিমা আক্তার, সীমা বিশ্বাস,কার্তিক চন্দ্র ঘোষ,সঞ্জিত কুমার দাস, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, মমিনুল ইসলাম, মো: কায়সার, ফাতেমা আক্তার,আজিজুর রহমান, মনি সাহা,মো: শরীফ হোসেন, উর্মি আক্তার, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭