কেএম সবুজ: বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার সাভার উপজেলায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাভার উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিবেশ সচেতনতামূলক এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। রোপণ করা হয় ফলজ, বনজ ও ঔষধি গাছ। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় ‘নিম গাছ’ রোপণে, যেটিকে তারা ‘জিয়া ট্রি’ হিসেবে আখ্যায়িত করেন।
সাভার পৌর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক, মোঃ হাফেজ মোল্লার, সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও জিয়া সাইবার ফোর্স সভাপতি কে এম হারুন অর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ নাজমুল আলম খান, সাভার পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম,সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক,
ইব্রাহিম মিয়া বাহাদুর, সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, ঢাকা জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ মাসুদ রানা, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন মিয়া, সাভার পৌর ছাত্রদল নেতা শোভন, সহ আরো অনেকেই।নেতৃবৃন্দ বলেন, গাছ লাগানো একটি সময়োপযোগী এবং নৈতিক দায়িত্ব। বৈরী আবহাওয়া থাকলেও নেতাকর্মীদের উৎসাহ ও পরিবেশ রক্ষার দায়বোধ ছিল প্রশংসনীয়। তারা জানান, এই পরিবেশবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।