ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

‎বিনা বিচারে ৩০ বছর কারাভোগের পর মুক্তি পেলেন মানসিক প্রতিবন্ধী কনু মিয়া


জুলাই ১৫, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎বিচার ও সাজা ছাড়াই দীর্ঘ ৩০ বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন মানসিক প্রতিবন্ধী কনু মিয়া (৫৫)। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে হবিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।‎হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সিংহগ্রামের বাসিন্দা কনু মিয়া মানসিক ভারসাম্যহীন অবস্থায় ১৯৯৫ সালের ২৫ মে রাতে ঘুমের মধ্যে ভুলবশত তার মা ম্যাজেস্টর বিবিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর গ্রামবাসীর হাতে আটক হয়ে পুলিশের কাছে দায় স্বীকার করেন তিনি। তারপর থেকেই শুরু হয় তার বন্দিজীবনের নির্মম অধ্যায়।
‎‎এরপর দীর্ঘ তিন দশক পার হলেও হয়নি কোনো বিচার, হয়নি শাস্তির আদেশ। কাটিয়েছেন টানা ৩০ বছর ২ মাস ১৯ দিন। পরিবারের সদস্যরাও ধীরে ধীরে ভুলে যান তাকে। অনেকে ভাবতেন, কনু মিয়া হয়তো আর বেঁচে নেই।
‎এই দীর্ঘ নিঃসঙ্গতা ও অবহেলার অবসান ঘটান হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুহম্মাদ আব্বাছ উদ্দিন। তিনি ব্যক্তিগত উদ্যোগে খুঁজে বের করেন মামলার বাদীপক্ষকে এবং আইনি সহায়তা প্রদান করেন। পরবর্তীতে লিগ্যাল এইডের নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ জামিন আবেদন করলে, গত ১৪ জুলাই হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম কনু মিয়ার জামিন মঞ্জুর করেন।
‎‎আজ সকালে কারাগার থেকে বের হয়ে মুক্ত আকাশের নিচে দাঁড়ান কনু মিয়া। তার চাচাতো ভাই মোহন মিয়া বলেন, “আমরা এতদিন জানতাম তিনি হয়তো মারা গেছেন। তাই ভুলে গিয়েছিলাম। হঠাৎ জানতে পারি তিনি এখনো জীবিত এবং আজ মুক্তি পাচ্ছেন। এটা এক বিস্ময়কর অনুভূতি।”এই ঘটনা দেশের বিচার ও মানবাধিকার ব্যবস্থার এক জাগ্রত প্রশ্নের জন্ম দেয়। দীর্ঘদিন ধরে বিচারবিহীন বন্দিত্বে থাকা এক মানসিক রোগীর মুক্তি- যদিও দেরিতে এসেছে- তবুও মানবিক রাষ্ট্রের এক আশার আলো হয়ে ধরা দেয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।