কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার তারাকান্দি গ্রামে জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—তারাকান্দি গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে মোঃ মজনু (৫৫) এবং মৃত গফুর মিয়ার ছেলে মোঃ শাহাবুদ্দিন (৫২)।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮টার দিকে নিজ গ্রামের কৃষি জমিতে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা প্রতিদিনের মতো মাঠে যান। জমির পাশেই একটি পুরাতন বৈদ্যুতিক খুঁটি থেকে ছিঁড়ে পড়ে থাকা তার তাদের অজান্তেই জমিতে ছড়িয়ে ছিল। কাজের একপর্যায়ে সেই তারে পা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।দুই কৃষকের মৃত্যুতে তারাকান্দি গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারে চলছে আহাজারি। স্থানীয়রা জানান, তারা ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ মানুষ। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনের বিষয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবগত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বলেন, “যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, সেই খুঁটির তার অনেক আগেই ঝুলে ছিল। বারবার জানালেও তা অপসারণ হয়নি। অবহেলার কারণেই আজ এমন করুণ মৃত্যুর ঘটনা ঘটল।”ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”নিহত দুই কৃষকের জানাজা আজ বাদ আছর অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।