স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মহিষদুলং এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি যানবাহনের চালক আহত হন।
আহত চালকরা হলেন—ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার আড়পাশা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে হারুন (৪০) এবং ভোলা জেলার দক্ষিণ আইশা থানার মাঝের চর গ্রামের আব্দুল আলীর ছেলে শামীম (২৮)। তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।