ভোরের খবর ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২০ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে দেয়া এক স্ট্যাটাসে ড. ইউনূসকে এই সাধুবাদ জানান তিনি।
স্ট্যাটাসে জামায়াত আমির লিখেছেন, ‘গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমীন।’এর আগে শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে দিতে মঞ্চেই অসুস্থ হয়ে ঢলে পড়েন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
ওই সময় পরপর দুইবার পড়ে যাওয়ার পরও মঞ্চে বসেই বক্তব্য দেন তিনি। পরবর্তীতে সমাবেশ শেষে চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।একপর্যায়ে চিকিৎসা শেষে শনিবার রাত ৯টার দিকে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন জামায়াত আমির। তবে এর আগে অসুস্থতার খবরে জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দীর্ঘ ফোনালাপে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেয়ার পাশাপাশি তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।