ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫

পরকীয়ায় ‘সিআইডি’র দয়া, অন্তঃসত্ত্বা হয়ে পড়েন সহ-অভিনেত্রী!


জুলাই ১১, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’। এই ধারাবাহিকটির অন্যতম দর্শকপ্রিয় অভিনেতা দয়ানন্দ শেট্টি। যিনি ইন্সপেক্টর দয়া হিসেবে পরিচিত। অভিনয়ে আসার আগে খেলোয়াড় হতে চেয়েছিলেন তিনি। তবে পায়ে আঘাত পাওয়ায় খেলোয়াড় হওয়ার স্বপ্ন অপূর্ণই থেকে যায়। খেলোয়াড় স্বপ্ন ভেঙে গেলে থিয়েটারে অভিনয় শুরু করেন। ১৯৯৮ সালে ‘সিআইডি’তে দয়া চরিত্রের মাধ্যমে টেলিভিশনে অভিষেক হয়। এ ধারাবাহিকের সঙ্গে যুক্ত হওয়ার আগে দয়ানন্দ বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেন।

কয়েক বছর আগে গুঞ্জন ওঠে দয়া ‘সিআইডি’র সহ-অভিনেত্রী মোনা আম্বেগাঁওকরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত। অভিনেত্রী মোনা মারাঠি সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী। ‘সিআইডি’তে ফরেনসিক বিজ্ঞানী ‘ডঃ অঞ্জলিকা দেশমুখ’চরিত্রে অভিনয় করেছিলেন মোনা। সহ-অভিনেত্রী মোনা আম্বেগাঁওকরের সঙ্গে তার প্রেমের গুঞ্জনে সরগরম হয়েছিল বিনোদন জগত। তা আরও জোরদার হয় ২০০৫ সালে। সেই বছর বিবাহ ছাড়াই এক কন্যা সন্তানের জন্ম দেন মারাঠি অভিনেত্রী। সে সময় এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, হ্যাঁ, আমার একটি কন্যা সন্তান আছে।

কিন্তু আমি তার বাবার পরিচয় ততক্ষণ জানাব না, যতক্ষণ না তিনি নিজে পৃথিবীর সামনে তা স্বীকার করেন।তবে দয়া কখনও গুঞ্জনের বিষয়টি স্বীকার করেননি। গুঞ্জনের বিষয় অভিনেতাকে প্রশ্ন করা হলে জবাবে অভিনেতা বলেছিলেন, আমি শুনেছি মানুষ মোনা এবং আমাকে নিয়ে কথা বলছে এবং বলছে যে আমি তার সন্তানের বাবা। কিন্তু এগুলো সবই গুজব। আমি গত ছয় বছর ধরে বিবাহিত এবং মোনার সঙ্গে কোনো দিনই জড়িত ছিলাম না। আমাদের একসঙ্গে খুব কম দৃশ্যই ছিল।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।