ভোরের খবর ডেস্ক: ‘এতদিন আমাদের যে উন্নয়নের গল্প শুনিয়েছে ফ্যাসিস্ট সরকার তা যে ছিল ভাওতাভাজি, প্রতারণা আজ তা স্পষ্ট। পদ্মা সেতু আর ফ্লাইওভার দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছে ফ্যাসিস্ট সরকার’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।বুধবার (৯ জুলাই) দুপুরে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ার মঘাছড়িতে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়িতে এসব কথা বলেন তিনি।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘এতদিন আমাদের যে উন্নয়নের গল্প শুনিয়েছে ফ্যাসিস্ট সরকার তার প্রমাণ আজকে দেখে গেলাম।এ এলাকায় না আছে কোনো রাস্তাঘাট, না আছে কোনো যোগাযোগ ব্যবস্থা। তারা তো আর বাংলাদেশের বাইরের মানুষ না। বাংলাদেশেরই মানুষ।’নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, ‘কিছু দল বিভিন্ন বুলি ছড়িয়ে নির্বাচন পেছানোর কথা বলছে।সংস্কারের কথা বলে বিভিন্ন টালবাহানা করে নির্বাচন পেছানোর কথা বললে সাধারণ মানুষ মেনে নেবে না।’
দুর্গম কাউখালী এলাকায় আসার প্রসঙ্গে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘তারেক রহমান কখনো বলেননি তাকে প্রধানমন্ত্রী হতে হবে। তাকে মসনদে বসিয়ে দিতে হবে। তিনি হাজার হাজার মাইল দূরে থেকে নীরবে সংবাদ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দেশের কোন অঞ্চলে কোন মানুষ কি অবস্থায় আছে সেটি দেখছেন, লক্ষ্য করছেন এবং সে অনুযায়ী আমরা বিএনপি পরিবারকে তিনি নির্দেশ দিচ্ছেন দ্রুত তোমরা চলে যাও।তাই আমরা ঝড় দেখিনি, বৃষ্টি দেখিনি, পাহাড় দেখিনি, খাল-বিল দেখিনি—আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছি।’
এই সফরে রুহুল কবির রিজভীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী, জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ তুহিন প্রমুখ।