ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫

নবীগঞ্জে মসজিদে মুয়াজ্জিন নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৫০


জুলাই ৫, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর জামে মসজিদে মুয়াজ্জিন নিয়োগ ও পুরোনো হিসাব-নিকাশ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন হাফেজ নজরুল ইসলাম (৫৫), রায়হান কবীর (৩৬), রহিম উদ্দিন (৩৮) ও হাম্মদ মিয়া (২৮)। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এছাড়া আহত হয়েছেন—শামীম আহমদ মনা (৪৫), শামসু মিয়া (৬২), সুলেয়মান মিয়া (৫২), জুয়েল আহমদ (৪০), আলতা মিয়া (৪৫), রোমান মিয়া (৩৫), জনি (২২) ও রব্বান মিয়া (৩০)-সহ আরও অনেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের নতুন মুয়াজ্জিন নিয়োগ ও পুরোনো মুয়াজ্জিনের আর্থিক হিসাব-নিকাশ নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও সমাধান হয়নি।জুমার নামাজের সময় দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক থেকে শুরু হয় ধাক্কাধাক্কি, পরে তা সংঘর্ষে রূপ নেয়।সংঘর্ষ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।