ধামরাই প্রতিনিধি: ঢাকার ধামরাই সরকারি কলেজে মাস্টার্স শেষ বর্ষ ( ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) এর নবাগত ছাত্র-ছাত্রীদের "ওরিয়েন্টেশন" ক্লাস অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগ এই ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করেন। এসময় মাস্টার্স বর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
ধামরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো.জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত ছিলেন।নবীন শিক্ষার্থীদেরকে ধামরাই সরকারি কলেজে স্বাগত জানিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.জিয়াউল হক বলেন, মাস্টার্স শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা যে অধ্যাবসায়, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে উচ্চশিক্ষার জন্য এই কলেজে আসতে সক্ষম হয়েছে, একই প্রত্যয়ে তারা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতিকে আলোকিত করবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। আজকের নবাগত শিক্ষার্থীরা আগামীতে দেশ ও জাতির স্বপ্ন পূরণের কারিগর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় ধামরাই সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো.আব্দুল জব্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো.শফিউল্লাহ,ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ ওবায়দুল্লাহ।মাস্টার্স শেষ বর্ষের ওরিয়েন্টেশন" অনুষ্ঠানে অর্নাস ১ম বর্ষের শিক্ষার্থী রাবেয়া আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো.ফাহাদ হোসেন,ছাত্র শিবিরের সভাপতি মো.শরিফুল ইসলাম,ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আজিম ও তৌফিক সোহেল।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭