ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

দুর্ঘটনাস্থলে বিএনপির উদ্ধার টিম পাঠাতে তারেক রহমানের নির্দেশ


জুলাই ২১, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।সোমবার (২১ জুলাইদুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সম্মিলিত পেশাজীবী পরিষদের এক আলোচনা সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই শোকবার্তা জানান।

সভায় বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, “উত্তরার ভয়াবহ ও মর্মান্তিক বিমান দুর্ঘটনায় একজন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। আমি নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”তিনি আরও জানানবিমান দুর্ঘটনার পরপরই বিএনপির পক্ষ থেকে উদ্ধার কার্যক্রমে অংশ নিতে ছাত্রদলযুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের ঘটনাস্থলে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে দলীয়ভাবে মেডিকেল টিম পাঠানোর নির্দেশনাও দেন তিনি।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআরএক বিবৃতিতে জানায়সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার হল ভবনের ক্যানটিনের ছাদে বিধ্বস্ত হয়।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়দুর্ঘটনায় এখন পর্যন্ত ২১ নিহত এবং অন্তত ৫০ জন দগ্ধ হনযাদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।