ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার


জুলাই ১৫, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি বৃহস্পতিবার (১৭ জুলাইঅনুষ্ঠিত হবেমঙ্গলবার (১৫ জুলাইপ্রধান বিচারপতি ডসৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই দিন ধার্য করে আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোআসাদুজ্জামান। অপরদিকেআসামিপক্ষের পক্ষে শুনানিতে ছিলেন বিএনপির জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারব্যারিস্টার জয়নুল আবেদীনব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনব্যারিস্টার কায়সার কামালব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলঅ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলসহ আরও অনেকে।

এর আগেচলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্টে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ মামলাটির বিচারকে ‘অবৈধ’ ঘোষণা করে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দেন। রায়ে বলা হয়এ মামলার চার্জশিট আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল নাফলে বিচারও টেকসই হয়নি।রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করে। এর পরিপ্রেক্ষিতেই আপিল বিভাগ শুনানির তারিখ নির্ধারণ করল।

উল্লেখ্য২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসেনা ও গোয়েন্দা বাহিনীর কয়েকজন সাবেক কর্মকর্তা ও হানিফ পরিবহনের মালিকসহ মোট ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানহারিছ চৌধুরীকাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।