আপন সরদার (টঙ্গীবাড়ী) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ২ মুদি দোকানে চুরির ঘটনায় সিসি ক্যামেরা ফুটেজ দেখে চোর শনাক্ত করেছে এলাকাবাসী। পরে চুরি হওয়া মালামাল সহ ধন মিয়া(৩০) নামের ওই চোর কে ধরে পুলিশে সোপার্দ করে এলাকাবাসী। ধন মিয়া নেত্রকোনা জেলার বারহাট্টা থানার চিরাম বেপারী বাড়ির ওহাব মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরেই মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বাজারে লেবারের কাজ করে আসছিলো। জানাযায়, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল মাছ ঘাটের মুদি দোকান ব্যবসায়ী রাজিব হাওলাদার ও হারুন খালাসির দোকানে বৃহস্পতিবার গভীর রাতে চুরি ঘটনা ঘটে। এতে দুই দোকানের নগদ ৫ হাজার ও ২০ হাজার টাকার মালামাল চুরি হয়৷ পরদিন শুক্রবার সকালে দোকানে এসে তারা উভয়েই দেখতে পায় দোকানের ক্যাশ বাক্স এলোমেলো। সিগারেট ও অন্যান্য মালামাল নেই। এরপর রাজিব হাওলাদার এর দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্ত করা হয়। পরে ওই চোরের ভাড়া বাসায় গিয়ে চুরি হওয়া মালামাল সহ এলাকাবাসী চোর কে হাতে নাতে আটক করে। এরপর থানা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে চোর কে থানায় নিয়ে যায়। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.মহিদুল ইসলাম জানান, চোর কে আটক করে মুন্সীগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।