আপন সরদার (টঙ্গীবাড়ী) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদদের স্বরণে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সীগঞ্জ জেলার আয়োজনে শুক্রবার বিকেল ৫ টা ৪৫ মিনিটে টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল প্রাথমিক বিদ্যালয় ও স্বর্নগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের আঙিনায় বিভিন্ন রকমের ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়৷ এর আগে আছর নামাজ শেষে বেশনাল মসজিদে জুলাই আন্দোলনের সকল শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা সদস্য সচিব মো: জাহিদ হাসান বলেন, গত বছরের ১৮ জুলাই বেশনাল চৌরাস্তা থেকে আমাদের প্রথম আন্দোলন শুরু হয় সেই দিনটাকে স্বরন করে এবং জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় ও শহীদদের স্বরণে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। সেই সাথে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ করেছি। এই দিনটাকে সব সময় এভাবেই স্বরন করে যাবো আমরা।
এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা আবু বক্কর শেখ,শিশির,আব্দুল আলিম, সাইফুল,সাজিত,সোহানা,সুমাইয়া সায়লা।