ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল


জুলাই ২২, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ী প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গনহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং ফ্যাসিবাদী বিরোধী ২৪ অভুত্থানে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামি আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ী শাখার আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় আমতলি মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিল টি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে এসে বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিল শেষে ২৪ এর জুলাই আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলনের মনোনীত মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল আলহাজ্ব কে,এম,বিল্লাল হোসাইন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মো: ওবায়দুল্লাহ সরদার,সেক্রেটারী আব্দুল হাকিম ঢালী সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।