ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়িতে খানা খন্দে ভরা সড়ক, লক্ষাধিক মানুষের দুর্ভোগ


জুলাই ১৫, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ি প্রতিনিধি:   দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির উপজেলার দিঘীরপাড়ের দক্ষিণ পাশের প্রধান সড়কটিতে অসংখ্য খানা-খন্দ সৃষ্টি হয়েছে। এরমধ্যে দিঘীরপাড় বাজারের সামনে থেকে শুরু হয়ে আশ্রয়ন প্রকল্প পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের বেহাল দশা।একটি মাত্র সড়ক খানা খন্দের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন ৩ জেলার লক্ষাধিক মানুষ। এই সড়কটি মানুষের একমাত্র ভরসা। মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও চাঁদপুরসহ তিন জেলার অন্তত ১১টি ইউনিয়নে লক্ষাধিক বেশি মানুষ প্রতিদিন এই সড়কটি দিয়ে যাতায়াত করে থাকে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির ইটের সলিং উঠে গিয়ে ছোট-বড় গর্তে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতে কাঁদা সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।এ সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী  মোটর সাইকেল চালক জাফর মোল্লা বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীসহ এলাকার হাজারো মানুষ আসা-যাওয়া করে। এ সড়কের অনেক স্থানে ইট উঠে মাটি বেড়িয়ে কয়েক ফুট গর্ত হয়েছে। বৃষ্টির দিনে সড়কের গর্তগুলো পানিতে ঢাকা পড়ায় বেশিরভাগ গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে থাকে। শুকনো মৌসুমে এসব গর্ত পেড়িয়ে গাড়ি চলাচল করলেও একটু বৃষ্টি হলেই সড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়। অথচ সড়কটি মেরামতের জন্য কেউ কোনো কার্যকর পদক্ষেপ নেননি।

দিঘীরপাড় বাসিন্দা রহিম শেখ বলেন, ‘শুধু আলোরুপ মোড় নয়, পুরো সড়কটির অবস্থা বেহাল। এ সড়ক এখন আর চলাচলের উপযোগী নেই। একটু বৃষ্টি হলেই সড়কের খানা-খন্দে পানি জমে যায়, কাঁদা মাটিতে ভরে যায়। অথচ আমরা ঐতিহাসিক দিঘীরপাড়ের নাগরিক। সড়কটিই যেখানে বেহাল অবস্থায় সেখানে আমাদের দুর্ভোগ আর কষ্টের কি শেষ আছে?’টঙ্গীবাড়ী উপজেলার প্রকৌশলী শাহ মোয়াজ্জেম বলেন, সড়কটির জন্য ইতিমধ্যে অর্থ বরাদ্দ হয়েছে শীঘ্রই কাজ শুরু হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।