ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫

জুলাই শহীদদের স্মরণে কিশোরগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল


জুলাই ১, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামী উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৫টায় শহরের একটি মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আমির ও প্রবীণ নেতা অধ্যাপক মু. রমজান আলী। তিনি বলেন, “জুলাই বিপ্লব এদেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এ বিপ্লবে যারা শহীদ ও আহত হয়েছেন, তারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদত্বের মর্যাদা অর্জন করেছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের ত্যাগকে স্মরণ করে সামনে এগিয়ে যেতে চাই।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের বর্তমান আমির মাওলানা অধ্যাপক মু. রমজান আলী, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সিনিয়র সহকারী সেক্রেটারি শামসুল ইসলাম সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, “জুলাই বিপ্লব আমাদেরকে ত্যাগ ও সংগ্রামের আদর্শে অনুপ্রাণিত করে। ইসলামি আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে শহীদদের আদর্শকে বুকে ধারণ করে আমাদের অগ্রসর হতে হবে।”শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।