খাঁন রমিম: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘কটূক্তির’ প্রতিবাদে পাবনা-১ আসনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ভিপি শামসুর রহমান । সোমবার বিকাল ৩ টায় সাঁথিয়া উপজেলাধীন খেতুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । বিক্ষোভ মিছিলটি সাঁথিয়া থেকে শুরু হয়ে বনগ্রাম বাজারে গিয়ে শেষ হয় এবং সেখানেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘কটূক্তির’ প্রতিবাদে বক্তারা প্রতিবাদ বক্তব্য পেশ করেন ।
বক্তারা বলেন, পিআর পদ্ধতির নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না। দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রচলিত নিয়মেই ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমান শুধু বাংলাদেশের রাজনৈতিক নেতাই নন, তারা বিশ্ব নেতা । তাদের বিরুদ্ধে কোনো অপপ্রচার হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।