স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কয়েল থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি গবাদিপশু ও হাঁস-মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে উপজেলার সাতিয়াজুরি ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা আব্দুল কদ্দুছ ও তার ভাই কদর আলী দীর্ঘদিন ধরে একটি গোয়ালঘরে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন করতেন। ঘটনার দিন রাতে মশা তাড়াতে গোয়ালঘরে কয়েল জ্বালানো হয়। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো গোয়ালঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল কদ্দুছ জানান, আগুনে তার ৫টি বড় গরু, ৩টি ছাগল ও ৬টি হাঁস পুড়ে মারা গেছে। তার ভাই কদর আলীর ৬টি গরু, ৭টি ছাগল, ৩টি হাঁস ও ৮টি মুরগিও পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় পরিবার দুটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।”এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও সহানুভূতির পরিবেশ বিরাজ করছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭