ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫

চরগিরিশে ৫ বছরের শিশুকে ধর্ষণ, ৬০ বছরের বৃদ্ধ পলাতক


জুলাই ২, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ পলাশ শেখ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:   সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৮ নং চরগিরিশ ইউনিয়নে পাঁচ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।একই গ্রামের বাসিন্দা অভিযুক্ত মোঃ শামসুল হক নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে শিশুটিকে ফুঁসলিয়ে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই বৃদ্ধ। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবার বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে বগুড়া শহীদ মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।

শিশুটির চাচা বলেন, “আমার ভাতিজী সারাদিন খেলাধুলা করত, এমন ভয়ংকর কিছু ঘটবে ভাবতেও পারিনি। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার পরে শিশুটির পরিবার থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।