ঢাকাশুক্রবার , ৪ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

চরগিরিশে পাঁচটি ৫ বছরের শিশুকে ধর্ষণ: ৬০ বছরের শামসুল হকের ফাঁসির দাবিতে জনতার মানববন্ধন


জুলাই ৪, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ পলাশ খান (সিরাজগঞ্জ) প্রতিনিধি:   সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নে এক * ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণ* করার অভিযোগে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের নাম *শামসুল হক*, বয়স ৬০ বছর।তিনি চরগিরিশ গ্রামের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত বংশের আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, শামসুল হক কৌশলে ৫ বছর বয়সের শিশুকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের উপর পাশবিক নির্যাতন চালায়। বিষয়টি শিশুর পরিবার বুঝতে পারার পর পরই ধর্ষককারী পালিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে গত *৪ জুন, শুক্রবার, জুমার নামাজের পরে* চরগিরিশ ইউনিয়নে ফ্লাডসেন্টার বাজার মোড়ে এক প্রতিবাদী *মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী*। এতে অংশগ্রহণ করেন শত শত নারী-পুরুষ, অভিভাবক, শিক্ষক, মসজিদের ইমাম, ছাত্রছাত্রী এবং সমাজের সচেতন নাগরিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন—
“ ৫ বছরের শিশু, যারা ভালো-মন্দ বোঝে না—তার উপর এমন নির্মম নির্যাতন আমাদের বিবেককে নাড়া দিয়েছে। এ ধরনের নরপিশাচ সমাজে বেঁচে থাকার অধিকার রাখে না। আমরা শামসুল হকের দ্রুত গ্রেপ্তার ও *ফাঁসি* চাই।”
বক্তারা প্রশাসনের প্রতি দাবি জানান,
– অবিলম্বে শামসুল হককে গ্রেপ্তার করা হোক
– শিশুদের ডিএনএ পরীক্ষা ও চিকিৎসা সহায়তা দেওয়া হোক
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দ্রুত বিচার করে নদৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এ সময় বক্তৃতা দেন স্থানীয়,ডগলাস মাদ্রাসার প্রধান শিক্ষক, আমিনুল ইসলাম, চরগিরিশ ইউনিয়ন যুবদলের সভাপতি রবিউল আলম,সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহবায়ক মজনু সহ আরে অনেকই।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।