রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলার বাগপুর দক্ষিণপাড়া (বড়বিল) গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার ০৬ নম্বর ওয়ার্ডের বেড নম্বর এক্স-৩৫-এ চিকিৎসাধীন রয়েছেন মোঃ যাদু মিয়া (৪৪)।গত ১১ জুলাই আহত ব্যক্তির ভাই মোঃ লিয়াকত হোসেন (৩৮), যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী, তিনি গঙ্গাচড়া মডেল থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিবেশী মোঃ লাবলু মিয়া (৫৫), মোঃ লাজু মিয়া (৫৩) ও মোঃ লিপন মিয়া (২৬) পূর্বপরিকল্পা মোতাবেক দেশীয় অস্ত্রসহ তাদের পারিবারিক চলাচলের কাঁচা রাস্তার উপর ঘর নির্মাণ করতে গেলে বাধা প্রদান করায় তার ভাই যাদু মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়।
এজাহারে বলা হয়, যাদু মিয়াকে প্রথমে লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে লাবলু মিয়া দা দিয়ে আঘাত করলে তাঁর ডান কপাল ও চোখের নিচে গভীর জখম হয়। এরপর লিপন মিয়া তাঁর বুকের উপর বসে গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করে।স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে প্রথমে গঙ্গাচড়া থেকে একটি ইজি বাইকে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আহত যাদু মিয়ার অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে লিয়াকত মিয়া অভিযোগ করে বলেন, আমার ভাই গুরুতর অসুস্থ থাকা স্বত্বেও কর্তব্যরত চিকিৎসক কেন রোগীকে রিলিজ দিলেন সেটাও কী আমাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র ? আমার ভাই গুরুতর অসুস্থ থাকায়, অনেক কষ্টে পূণরায় রোগীকে ০৫ নং ওয়ার্ডে ভর্তি করিয়েছি।
অভিযোগকারী বলেন, আসামিরা শুধু হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি, আমাদের প্রাণনাশের হুমকিও দিয়েছে। এরূপ পরিস্থিতিতে আমরা স্ব পরিবারে ভিত স্বতন্ত্র যে, আবারো আমাদের উপর অতর্কিত হামলা হতে পারে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন, দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হয় ।এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।