ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


জুলাই ১৫, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলার হলরুমে এক আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক, লেখক ও গবেষক মু. আ. লতিফ। কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদের সভাপতিত্বে এবং বিডি চ্যানেল ফোর-এর নিউজ উপস্থাপিকা লুরা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল হোসাইন, সলিউশন নেস্ট বিডির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, দৈনিক দেশ রূপান্তরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ, এবং ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রায়হান জামান।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ,সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আশরাফ আলী ও মিজানুল ইসলাম বকুল,যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো:আল আমিন, অর্থ সম্পাদক মাহবুব আলম,কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন,সমাজসেবা সম্পাদক দেলদেলোয়ার হোসেন নানক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাদেক আহমেদ প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠতা এবং সংগঠনের ঐক্য ও শক্তিকে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।