কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ফলাফল ব্যাপকভাবে হতাশাজনক হয়েছে। বিদ্যালয়ের ১৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৫২ জন পাস করেছে। পাসের হার মাত্র ৩৮.৮১ শতাংশ।বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৩০ জনের মধ্যে ২১ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯ জনের মধ্যে ৭ জন ও মানবিক বিভাগে ৯৭ জনের মধ্যে মাত্র ২৬ জন উত্তীর্ণ হয়েছে। সবচেয়ে দুর্বল ফলাফল মানবিক বিভাগে।
ফলাফল খারাপ হওয়ার পেছনে অভিভাবক ও স্থানীয়রা প্রশাসনিক অব্যবস্থাপনা, শিক্ষকের অনুপস্থিতি ও মনিটরিংয়ের ঘাটতিকে দায়ী করছেন। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না এবং স্কুল চালান নিজের খেয়ালখুশিমতো।সম্প্রতি সুনামধন্য দুই সহকারী শিক্ষক—জোনায়েদ হোসেন জুয়েল ও মাহমুদুল ইসলাম মাসুদ—কে নিয়ম বহির্ভূতভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে চরম প্রতিক্রিয়া দেখা দেয়।
অনেক ছাত্র স্কুলে আসা বন্ধ করে দেয় এবং কয়েকজন অভিভাবক সন্তানদের অন্যত্র স্থানান্তর করেন।অব্যাহৃত দুই শিক্ষক জেলা শিক্ষা অফিসে অভিযোগ জমা দিয়েছেন। জেলা শিক্ষা অফিস জানিয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এলাকাবাসী অভিযোগ করেছেন, একজন দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত প্রধান শিক্ষক দ্বারা এ রকম ফলাফল হওয়াটাই স্বাভাবিক। তারা দ্রুত শিক্ষকদের পুনর্বহাল ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭