ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫

কিশোরগঞ্জে শতাধিক মানুষ পেলেন ফ্রি চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষার সেবা


জুলাই ৫, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   কিশোরগঞ্জে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষার সেবা পেয়েছেন। শুক্রবার (৪ জুলাই) দিনব্যাপী সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে অবস্থিত মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।এ আয়োজন করে যুব কল্যাণ সংস্থা, যুব উন্নয়ন পরিষদ ও স্বেচ্ছাসেবী সংস্থা মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগার। সহযোগিতায় ছিল এ্যাপোলো হেলথ কেয়ার।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো: লিয়াকত আলী। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভিপি সাইফুল মালেক চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো: মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মো: রুহুল আমীন, নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো: ফিরোজ উদ্দীন ভূইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মো: আশরাফ আলী সোহান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিনন্দ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান গাজী ও লিও ক্লাব অব ঢাকা ক্রিসেন্ট এর সভাপতি লিও মো. ফরহাদ আহামেদ।

চিকিৎসাসেবা প্রদান করেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নুরুন্নাহার আফরিন, ইউনিভার্সেল মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডা. মো: ফজলে রাব্বি খান অনিক, এ্যাপোলো হেলথ কেয়ারের চেয়ারম্যান ফিজিওথেরাপিস্ট মো: সেলিম জাবেদ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. আমিনুল হক সাদী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এজে আবু সালেহ মো: বাবুল, দৈনিক সিটিজেন টাইমস প্রতিনিধি শফিকুল ইসলাম নাঈম, ভোরের খবর প্রতিনিধি আল আমিন, ইউপি সদস্য মো: কামাল উদ্দিন, পাঠাগারের সহ-সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক মো: রিয়াদ হোসাইন এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা।সেবা নিতে আসা হোসেনপুরের মিলন মিয়া বলেন, “এমন সেবা প্রথমবার পেলাম। পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম ভিড়, সাদী ভাই ডেকে বললেন চিকিৎসা চলছে, আমিও উপকার পেলাম।”

আয়োজক মো. আমিনুল হক সাদী জানান, “এমন সেবা প্রতি মাসে চালু রাখার পরিকল্পনা রয়েছে।”চেয়ারম্যান মো. সেলিম জাবেদ বলেন, “মানুষের পাশে দাঁড়াতে পেরে গর্বিত। সেবাটি মাসিকভাবে চালু থাকবে।”দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী চিকিৎসা সেবা ও ডায়াবেটিস পরীক্ষা গ্রহণ করেন। উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতারা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।