ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫

কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত


জুলাই ১০, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত পেশাজীবী সপ্তাহ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করুন) দুপুরে কিশোরগঞ্জ কোর্ট প্রাঙ্গণে এ সমাবেশে জেলার বিশিষ্ট আইনজীবীরা অংশ নেন।সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুল হক।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন সুমন, শহর আমীর মাওলানা আ ম ম আব্দুল হক, শহর পেশাজীবী পরিষদের সেক্রেটারি মো. আজহারুল ইসলাম, অ্যাডভোকেট মো. আইয়ুব আলী এবং অ্যাডভোকেট মো. আল-আমিন প্রমুখ।
বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান এবং পেশাজীবীদের সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।সমাবেশে কিশোরগঞ্জের গণ্যমান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।