সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টায় সারাদেশে ভার্চুয়ালি একযোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটির আয়োজন করে কাজিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সোহেল রানা, উপজেরা কৃষি অফিসার শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহা, জুলাই আন্দোলনে কাজিপুরের নেতৃত্ব দেয়া শিক্ষার্থী আকির আহমেদ অন্তর, একে মাহি, রানা ও শিপন। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মি ও শিক্ষার্থীগণ অংশ নেন। উপস্থিত সবাই দাঁড়িয়ে একযোগে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ করেন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।