ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

এনসিপির পদযাত্রা ও সমাবেশ নিয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন


জুলাই ২৫, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারা দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জে পদযাত্রা ও সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ জেলা এনসিপির উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, বন্দরনগরী ভৈরব হয়ে বড়পুল পেরিয়ে এনসিপির পদযাত্রাটি কিশোরগঞ্জ শহরে প্রবেশ করবে।

এরপর পুরাতন স্টেডিয়াম থেকে পদযাত্রা শুরু হয়ে পুরান থানা মোড়ে গিয়ে এক সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে।সম্মেলনে আরও জানানো হয়, পদযাত্রা ও সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। কর্মসূচি শেষে নেতৃবৃন্দ একই পথে নেত্রকোনার উদ্দেশে যাত্রা করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল সংগঠক খায়রুল কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক ইকরাম হোসেন, জেলা সদস্য সচিব মো. ফয়সাল প্রিন্স, নীরব হাসান সুজন, রাতুল নাহিদ ভূঁইয়া, ইয়াজ ইবনে জসিম, শামসুর রহমান, আরিফুল ইসলাম রাফি, আনাস ইব্রাহিম, সাব্বির হোসেন, সালাউদ্দিন তারেক রাসেল, সাবাব, প্রিয়ন্ত প্রমুখ।নেতৃবৃন্দ কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করে কর্মসূচির সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের প্রত্যাশা জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।