ভোরের খবর ডেস্ক: বিভিন্ন সময় গুঞ্জন উঠেছিল যুক্তরাষ্ট্র, ইউরোপ বা লাতিন আমেরিকার কোনো ক্লাবে পাড়ি জমাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে পর্তুগিজ মহাতারকা জানালেন, সৌদি আরবই এখন তার স্থায়ী ঠিকানা। আল নাসরের সঙ্গে চুক্তি আরও দুই বছর বাড়ানোর পাশাপাশি রোনালদোর ইচ্ছা—আজীবন সৌদিতেই থাকা।আল নাসর ক্লাবের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, আমি সৌদিতে দারুণ সময় কাটাচ্ছি। পরিবার, সংস্কৃতি, ফুটবল—সবকিছুই উপভোগ করছি। আমি চাই জীবনটা এখানেই শেষ করতে।
তিনি আরও জানান, সৌদি প্রো-লিগের মান ও প্রতিযোগিতা আগের চেয়ে অনেক বেড়েছে এবং তার লক্ষ্য শুধু ব্যক্তিগত নয়, ক্লাব ও দেশের ফুটবলেও অবদান রাখা।রোনালদোর এমন ঘোষণায় আল নাসর ভক্তদের পাশাপাশি সৌদি ফুটবলপ্রেমীরাও বেশ উচ্ছ্বসিত। সৌদি আরবকে শান্তির দেশ হিসেবে বর্ণনা করে রোনালদো বলেন, এটি এমন একটি দেশ, যেখানে আমি ও আমার পরিবার নিজেদের বাড়ির মতো অনুভব করি।
সিআর সেভেন আরও যোগ করেন, আমার পরিবার সবসময় আমার সিদ্ধান্তের পাশে থাকে, সম্মান করে। আমরা সৌদি আরবে খুবই সুখে আছি। মানুষ আমাদের অনেক ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। এ কারণেই আমরা আমাদের জীবন এখানেই কাটাতে চাই।অন্য ক্লাবের প্রস্তাব নিয়ে রোনালদো বলেন, ক্লাব বিশ্বকাপ খেলার জন্য কয়েকটা ক্লাব থেকে প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু সাড়া দেইনি। আমার বিশ্রাম প্রয়োজন, কঠোর অনুশীলন দরকার। এই মৌসুম শেষেই ফিফা বিশ্বকাপ রয়েছে। লম্বা একটা মৌসুম। নিজেকে প্রস্তুত রাখতে চাই।নিজের স্বপ্নটাও বড় রাখছেন। ভিডিও বার্তায় রোনালদো বলেন, শুধু আল-নাসর নয়, জাতীয় দলের জন্যও প্রস্তুত হতে চাই।
আল-নাসরে যোগ দেওয়ার পর রোনালদো বলেন, পুরোনো স্বপ্ন নতুন মোড়কে দেখছেন। এখন পর্যন্ত সৌদিতে তেমন কিছু জিততে পারেনি। সেই আক্ষেপও ঘোচাতে চাই। নতুন টার্মে, সবশেষ মৌসুমের পারফরম্যান্সে মোটেও খুশি নই। তবে, অতীত ভুলে যেতে চাই। এই ক্লাব এবং ভক্তদের ওপর আস্থা রাখতে চাই। এবারের মৌসুম আমাদের জন্য সেরা হবে। এখনও বিশ্বাস করি, সৌদি আরবে আমি চ্যাম্পিয়ন হব। সেই জন্য এখানে থাকছি।আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৫ ম্যাচ খেলে ৯৩টি গোল করেছেন। এখন পর্যন্ত লিগ শিরোপা অধরা আছে সিআর সেভেনের।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭