স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের পরিচালিত ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
সর্বশেষ মঙ্গলবার (৩ জুন) ভোররাতে উপজেলার সাতছড়ি, গুইবিল এবং দুধপাতিল বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ১২০ কেজি ভারতীয় গাঁজা ও ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, ২০২৫ সালের মে মাসে চালানো নিয়মিত অভিযানে প্রায় ৫ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ১৬০ টাকার ভারতীয় চোরাচালান পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে। তিনি বলেন, "সীমান্ত এলাকার নিরাপত্তা বজায় রাখা এবং অবৈধ মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।"
তিনি আরও জানান, ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযান আরও জোরদার করা হবে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতাও আহ্বান জানান তিনি।স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবির এই ধারাবাহিক অভিযানে সীমান্ত এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকার প্রশংসা করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭