

আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জে প্রবাস ফেরত যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনার অন্যতম আসামী মোঃ শাহাদাত বেপারীকে গ্রেফতার করেছে র্যাব-১১। সে মুন্সীগঞ্জ সদর উপজেলার দেওয়ানকান্দি গ্রামের বাসিন্দা।তাকে শুক্রবার (২০ জুন) সন্ধায় ঢাকার আগুলিয়া থানার জিরানী বাজার এলাকা হতে গ্রেফতার করে র্যাব-১১।র্যাব জানায় নিহত শ্যামল মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখি গ্রামের মৃত আব্দুল গনি বেপারীর ছেলে ।
সে দীর্ঘ দিন মালয়েশিয়াতে ছিল। খুন হওয়ার ৬ মাস আগে দেশে আসে সে। ২০২৩ সালে (১৩ জুন) মঙ্গলবার রাত ২টার দিকে নিজ বসত ঘরে তিনি একা ঘুমিয়ে ছিলেন।এ সময় একই গ্রামের বাসিন্দা শাহাদাত বেপারী, ইব্রাহিম বেপারী, তার ভাগিনা হাবিব ও মহিউদ্দিন বেপারীসহ আরও বেশ কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়।
এ সময় তারা শ্যামলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও বেশ কয়েক রাউন্ড গুলি করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উক্ত ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-২৮(৬)২৩।পরে ওই মামলায় শাহাদাত বেপারী দির্ঘদিন পলাতক থাকার পরে তাকে গ্রেফতার করলো র্যাব-১১।
র্যাব ১১ এর কোম্পানী কমান্ডার সাদমান ইবনে আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, আসামীর বিরূদ্ধে মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় হত্যা ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তিনি আরো জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সীগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, আটকের পরে আসামী শাহাদাত বেপারীকে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব । তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭