ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
আজকের সর্বশেষ খবর

ফের ভারতগামী বিমানে সাপ


জুন ৩০, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   ফের ভারতগামী বিমানে সাপ পাওয়া গেছে। মুম্বাইয়ের কাস্টমস অফিসাররা জানিয়েছেন, তারা থাইল্যান্ড থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৬ টি সাপ পেয়েছেন। এ নিয়ে এ মাসে তৃতীয় বারের মতো একই ঘটনার পুনরাবৃত্তি হলো। তারা বলেছেন, আরও একটি বন্য প্রাণী পাচারের চেষ্টা বানচাল করা হয়েছে। রোববার মুম্বাই বিমানবন্দর থেকে ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলমান। তবে সাপগুলো বিষাক্ত না। এর মধ্যে একটি গার্টার সাপ ও একটি কেনিয়ান স্যান্ড বোয়াও ছিলো।

জুনের শুরুতে থাইল্যান্ড থেকে বিষাক্ত সাপ পাচার চেষ্টায় একজনকে আটক করে কাস্টমস অফিসাররা। এর কয়েকদিন পর ১০০ প্রাণীসহ আরও এক যাত্রীকে আটক করা হয়। এদিকে পোষা প্রাণী পাচারের উদ্বেগজনক প্রবণতা সম্পর্কে সতর্ক করেছে বন্যপ্রাণী বাণিজ্য পর্যবেক্ষক সংস্থা ‘ট্রাফিক’।সংস্থাটি জানিয়েছে, গত সাড়ে তিন বছরে থাইল্যান্ড-ভারত বিমান রুটে কমপক্ষে ৭ হাজার জীবিত ও মৃত প্রাণী আটক করা হয়েছে বলে জানা গেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।